Saturday, April 11, 2015

‘প্রাণের মালিক আল্লাহ, প্রেসিডেন্ট নন’ -কামারুজ্জামান

কামারুজ্জামানের সঙ্গে দেখা করে বেরিয়ে জেল গেটে স্বজনেরা
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান বলেছেন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার প্রশ্নই আসে না। কারণ প্রাণ দেয়ার মালিক আল্লাহ, নেয়ার মালিকও তিনি। রাষ্ট্রপতি প্রাণভিক্ষা দেয়ার কে? আল্লাহর কাছেই প্রাণভিক্ষা চাইব।
আজ শনিবার বিকেলে পরিবারের সদস্যরা কারাগারে কামারুজ্জামানের সাথে সাক্ষাত করতে গেলে তিনি তাদের কাছে একথা বলেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার বড় ছেলে হাসান ইকবাল ওয়ামী। সাক্ষাত শেষে বিকেল পাঁচটা ১০ মিনেটে কারাগার থেকে বের হন তারা। এর আগে বিকেল চারটা পাঁচ মিনিটে কামারুজ্জামানের সাথে দেখা করতে কারাগারে প্রবেশ করেন পরিবারের ২১ সদস্য।
ঢাকা কেন্দ্রীয় কারাগার গেট থেকে সামান্য দূরে এসে কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল ওয়ামী সাংবাদিকদের আরো বলেন, তার পিতা সুস্থ আছেন এবং মানসিকভাবে দৃঢ় আছেন। তিনি পরিবারের সদস্যদের হাসিমুখে বিদায় দিয়েছেন এবং পরিবারের সদস্যদের কাছ থেকেও হাসিমুখে বিদায় নিয়েছেন। তার মনোবল দৃঢ় আছে। তিনি সুস্থ আছেন। ফাঁসির ব্যাপারে তিনি মোটেও বিচলিত নন।
ওয়ামী বলেন, কামারুজ্জামান বলেছেন, ‘দুইজন ম্যাজিস্ট্রেট গতকাল শুক্রবার আমাকে কিছুই জিজ্ঞাসা করেননি। এমনকি তারা কথাও বলেননি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মিথ্যাচার করেছেন।’ এ ছাড়া ১৮ বছরের ছেলেকে যুদ্ধাপরাধী সাজিয়ে সরকার স্বার্থ হাসিল করছে বলেও পরিবারকে জানিয়েছেন কামারুজ্জামান।
ওয়ামী অভিযোগ করেন, সরকার প্রাণভিক্ষার নামে গত কয়েকদিন ধরে তাদের স্বার্থ হাসিলের জন্য সময়ক্ষেপণ করেছে। কামারুজ্জামান সুস্থ এবং সবল আছেন। তিনি এদেশে ইসলামী আন্দোলনের বিজয় কামনা করেছেন।
কামারুজ্জামানের সঙ্গে দেখা করে বেরিয়ে জেল গেটে স্বজনেরা
কামারুজ্জামানের ছেলে আরো বলেন, ‘আমার বাবা বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী ও বিচারপতিরা মিথ্যা সাক্ষীর ওপর ভিত্তি করে নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যই আমাকে ফাঁসি দিচ্ছে। এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। আল্লাহ তাদের কেয়ামতের ময়দানে বিচার করবেন।’
শেষ ইচ্ছা হিসেবে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির বাংলাদেশের মাটিতে ইসলাম কায়েম করবে এমনটাই আশা করেন তিনি। যে আদর্শ তিনি ধারণ করেন তরুণ প্রজন্ম সেই আদর্শ বাস্তবায়ন করবে। তিনি বলেছেন, আমি বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। এখন তরুণ প্রজন্ম এ আন্দোলন এগিয়ে নিয়ে যাবে। তারাই এ অন্যায়ের জবাব দেবে। বাবা আমাদের সৎ পথে চলার পরামর্শ দিয়েছেন।

Friday, February 13, 2015

কুতুবদিয়ায় কুতুব শরীফ দরবারে ভয়াবহ আগুন : জেলা প্রশাসকের পরিদর্শন by হাছান কুতুবী

কুতুবদিয়ায় হযরত মালেকশাহ্ (রাহ.) কুতুব শরীফ দরবারে এক ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। পাশের বাড়ীর সৌরবিদ্যুতের শর্ট সার্কিট থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টায় সৃষ্ট অগ্নিকান্ডে টিনসেট বিশাল ৭টি বসতবাড়ী, দরবারের অন্দর মহলের মহিলা মেহমানখানা, এবাদতখানা, খাবারের ঘর ও ২টি মহিলা দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। রাত ১২টা পর্যন্ত আগুণ জ্বলতে থাকে। এতে নগদ সাড়ে ৫৭ লাখ টাকা, ২০ভরি স্বর্ণালঙ্কার, দোকান ও বসতবাড়ীর সম্পূর্ণ মালামালসহ অন্তত: ৩ কোটির অধিক ক্ষয়-ক্ষতির শিকার বলে দরবার পরিচালক শাহজাদা শেখ ফরিদ (মা.জি.আ.) জানিয়েছেন। তাৎক্ষণিক উপজেলা প্রশাসন, স্থানীয় ও দ্বীপের প্রত্যন্ত এলাকার হাজার-হাজার মানুষের আপ্রাণ প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বাবাজান কেবলার মাজার, শাহজাদা বৃন্দের বসতবাড়ী, অন্যান্য ভবন, আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারি অনুষ্টিতব্য ১৫তম বার্ষিক ফাতিহা ও র্ওস’র জন্য নির্মিত বিশাল অস্থায়ী স্থাপনা অক্ষত রয়েছে বলে তিনি জানান। ক্ষতিগ্রস্ত হযরত মালেকশাহ্ (রাহ.)’র ভাতিজাগণ হলেন নুরুল আমিন সওদাগর, আবু তাহের সওদাগর, সামসুল আলম, রুহুল আমিন, নুর মোহাম্মদ, নাছির উদ্দিন, জহির উদ্দিন, জসিম উদ্দিন, মাঈনুদ্দিন, কলিম উদ্দিন, আবদুর রহমানসহ ২ মহিলা দোকানী আনছু ও মুকারমা বেগম। এখানে রুহুল আমিনের নগদ ৫০ লাখ ও আবু তাহের ২ লাখ টাকা পুড়ে যাওয়ায় তাদেরকে নির্বাক দেখা গেছে। জেলা প্রশাসক মো.রুহুল আমিন শুক্রবার সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নেন এবং জরুরী পুনর্বাসনের আশ্বাস দেন। এ সময় উপজেলা চেয়ারম্যান এ.টি.এম.নুরুল বশর চৌধূরী, ইউএনও মমিনুর রশিদ, দরবার পরিচালক হযরত শাহজাদা শেখ ফরিদ (মা.জি.আ.) এন্তেজামিয়া কমিটির মহা-সচিব আলহাজ্ব হুমায়ুন কবির বাবুল, থানা ওসি এ.এস.থোয়াই, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির হায়দার, কুতুবদিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী, সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ইদ্রিচ খোন্দকার খোকন, আ.লীগ নেতা সাইফুল আলম, সাংবাদিক আরিফুল ইসলাম, সমাজসেবক জিয়াউল করিম ঝন্টু, দরবারের অফিস ইনচার্জ জাহেদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। অগ্নিকান্ডের ঘটনায় অনুষ্টিতব্য বার্ষিক ফাতেহায় কোন প্রভাব পড়বেনা বলে জানিয়েছেন এন্তেজামিয়া কমিটির মহা-সচিব আলহাজ্ব হুমায়ুন কবির বাবুল। এদিকে স্থানীয় দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল-আযাদ ক্ষতিগ্রস্তদের মাঝে ৬শ কেজি চাল, ৩০পিচ কম্বল, ২০পিচ তেরপাল, ২০পিচ পানির কন্টেইনার ও ২০পিচ মাদুরাসহ শুকনো খাদ্য বিতরণ করেছেন। এ সময় ভাইস চেয়ারম্যান, লেমশীখালী হাই স্কুলের প্রধান শিক্ষক আবু ইউছুফ, ইউপি মেম্বার হুমায়ুন কবির বাদশাহ, মোরশেদুল আলম সিকদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
(১৩-ফেব্রুয়ারি)

Wednesday, February 11, 2015

কুতুবদিয়ার মালেকশাহ্ (রাহ.) বার্ষিক ফাতিহা ১৮ ও ১৯ ফেব্রুয়ারি

কুতুবদিয়ার আবদুল মালেক আল-কুতুবী মুহিউদ্দীন আ’জমী (রাহ.) প্রকাশ ‘কুতুবদিয়ার মালেক শাহ্ হুজুর’ এর দু’দিন ব্যাপী ১৫তম বার্ষিক র্ওস ও ফাতিহা শরীফ আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারী কক্সবাজারের কুতুবদিয়ায় অনুষ্টিত হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের লাখ-লাখ ভক্তগণ বাবাজান কেবলার আধ্যাত্মিক এ মহা মিলন মেলায় সহজে শরীক হওয়ার জন্যে আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত হরতাল ও অবরোধ মুক্ত রাখাতে দরবার এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর প্রতি বিশেষ আহবান জানানো হয়েছে। এ ছাড়া দেশের যানবাহনসহ কুতুবদিয়ার বিভিন্ন জেটি ও পারাপারঘাটে সাধারণ ভক্ত-অনুরক্তদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিবৃতিতে স্বাক্ষক করেন দরবার পরিচালক শাহ্জাদা হজরত শেখ ফরিদ (ম.জি.আ.),এন্তেজামিয়া কমিটির মহা-সচিব আলহাজ্ব হুমায়ুন কবির বাবুল, কুতুব শরীফ দরবার কুতুবদিয়া উপজেলা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ শরীফ, সেক্রেটারী সাবেক ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধূরী, কোষাধ্যক্ষ কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, সহ-কোষাধ্যক্ষ মুহাম্মদ তাহের, দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল-আযাদ, কুতুবদিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাছান কুতুবী ও দরবারের অফিস ইনচার্জ জাহেদুল ইসলাম। 
সংবাদবিজ্ঞপ্তি

Saturday, January 31, 2015

কুতুবদিয়ায় জসিম উদ্দীন হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা by হাছান কুতুবী

দক্ষ জনগোষ্টি সৃষ্টি না হলে প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে ঠিকে থাকা সম্ভব হবেনা। এ জন্য নিয়মিত পড়ালেখার প্রতি অধিক মনযোগী হওয়ার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের উদাত্ত আহবান জানিয়েছেন কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ.টি.এম.নুরুল বশর চৌধূরী। কবি জসিম উদ্দীন হাই স্কুলের ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-দোয়া মাহফিল, কৃতি শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণ ও নবাগতদের বরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিদ্যালয়ের সফল প্রধান শিক্ষক আনিচুর রহমানের সভাপতিত্বে শনিবার অনুষ্টিত সভায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুচ ছাফা, সরকারী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল হক, কুতুবদিয়া হাই স্কুলের প্রবীণ প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন (ভা.প্রা.), সতরুদ্দীন হাইস্কুলের প্রধান শিক্ষক শুক্কু আলম আযাদ, লেমশীখালী হাইস্কুলের প্রধান শিক্ষক আবু ইউছুফ, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাছান কুতুবী, কুতুবদিয়া হাই স্কুল পরিচালনা কমিটির প্রভাবশালী সদস্য হাজী রেজা খাঁন, প্রবীণ শিক্ষক সিরাজুল ইসলাম মধু, মুক্তিযোদ্ধা পুলিন বিহারী শীল, হাজী আখতার কামাল, আবদুল খালেক, মাষ্টার আবু ছৈয়দ, মাষ্টার আমীর উদ্দিন কুতুবী, মাষ্টার মোস্তাক আহমদসহ বহু গন্যমান্য ব্যক্তি ও অভিভাবকগণ বিশেষ অতিথি ছিলেন। বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্টিত সভায় মাষ্টার মোশারফ হোছাইনসহ বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা এতে বক্তব্য রাখেন।
(৩১-জানুয়ারী)

Thursday, January 29, 2015

শিক্ষাই দ্বীপবাসীর প্রধান অবলম্বন হতে হবে -কুতুবদিয়া হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা

সহায়-সম্পদ ও জীবনের ঝুঁকি নিয়ে বসবাস রত দ্বীপের পৌনে দু’লাখ মানুষের জন্য শিক্ষাই প্রধান অবলম্বন হওয়া দরকার। এ জন্য শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখার প্রতি অধিক মনযোগী হতে হবে। দ্বীপটি সমুদ্রে বিলীন হলেও দ্বীপের শিক্ষিত মানুষ দেশ-বিদেশের যে কোন স্থানে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কুতুবদিয়া হাই স্কুলের ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-দোয়া মাহফিল ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে বক্তাগণ এ কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জেলার প্রবীণ আ’লীগ নেতা এড.ফরিদুল ইসলাম চৌধূরীর সভাপতিত্বে স্কুল ময়দানে বুধবার এক বর্নাঢ্য অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ.টি.এম.নুরুল বশর চৌধূরী প্রধান অতিথি ছিলেন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমিনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছৈয়দা মেহেরুন্ নেছা, থানা অফিসার ইনচার্জ অংসা থোয়াই, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান শাকের উল্লাহ, প্রবীণ আ.লীগ নেতা শফিউল আলম, বড়ঘোপ ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা হাছান, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল হক, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী, জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, হাজী কবির হোছাইন, হাজী মুহাম্মদ তাহের, স্কুল পরিচালনা কমিটির সদস্য হাজী রেজা খাঁন, মেম্বার জাহাঙ্গীর সিকদার, মুহাম্মদ ইসলাম, মৌলভী জাকের আহমদ, সেলিনা আখতার, শ্রীমন্ত দাশসহ বহু গন্যমান্য ব্যক্তি ও অভিভাবকগণ বিশেষ অতিথি ছিলেন। স্কুলের প্রবীণ প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন (ভা.প্রা.) স্বাগত বক্তব্য ও শিক্ষক বদরুল আনামের সঞ্চালনায় অনুষ্টিত সভায় মাষ্টার মুজিবুর রহমান, মাষ্টার সিরাজুল ইসলাম মধু, সাবেক শিক্ষক মুহাম্মদ জাকারিয়াসহ অন্যরা এতে বক্তব্য রাখেন। বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে মিজবাহ উদ্দিন রিজভী, মুহাম্মদ ইউনুছ, নাসরিন সোলতানা ও ইয়াসমিন আখতার বক্তব্য রাখেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে শিক্ষার্থীরা বিভিন্ন গান পরিবেশন করেন।
(হাছান কুতুবী, ২৮-জানুয়ারী)

Wednesday, January 28, 2015

কুতুবদিয়ায় কোকোর গায়েবানা জানাযায় শোকার্ত মানুষের ঢল by হাছান কুতুবী

কুতুবদিয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাযা অনুষ্টিত হয়। মঙ্গলবার উপজেলার বড়ঘোপ ফাজিল মাদরাসা ময়দানে অনুষ্টিত জানাযায় দ্বীপের প্রত্যন্ত এলাকা থেকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংঘঠনের নেতা-কর্মীসহ হাজার হাজার মানুষ নামাজে জানাযায় শরীক হয়। নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ.টি.এম.নুরুল বশর চৌধূরী, উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জালাল আহমদ, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোবারক হোছাইন, সাংগঠনিক সম্পাদক এম.এ.ছালাম কুতুবী, জেলা এিনপির সদস্য উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ইদ্রিচ খোন্দকার খোকনসহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ। এতে উপজেলা বিএনপি নেতা আনোয়ারুল আজিম ছিদ্দিকী, আলীআকবর ডেইল ইউপি চেয়ারম্যান ফিরোজ খাঁন চৌধুরী, জিয়া পরিষদের আহবায়ক কুতুবদিয়া কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোছাইন, বিএনপি নেতা আবু মুছা কুতুবী, মেম্বার জাফর আলম, নুরুল আবছার, হাজী দিল মোহাম্মদ কোম্পানী, উত্তর ধুরুং ইউনিয়ন বিএনপির সভাপতি মেম্বার নেজামুদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ বশির, কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি মেম্বার শফিউল আলম, সাধারণ সম্পাদক ফিরোজ খাঁন, আলীআকবর ডেইল ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল খালেক, সম্পাদক কামাল হোছাইন, বড়ঘোপ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম, জয়নাল আবেদীন কোম্পানী, লেমশীখালী বিএনপি নেতা রুহুল কাদের, নাজেমুদ্দিন, যুবদলের আহবায়ক জসিম উদ্দিন সিকদার, সদস্য সচিব কামরুল হাছান, শ্রমিক দলের সভাপতি শাহাদত হোছাইন ভট্টু, সাধারণ সম্পাদক আবুল কালাম আযাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক ইউছুফ নবী, ছাত্রদল নেতা কাউছার হোছাইন রিপন, সাইফুজ্জামান লিটন, মোশারফ হোছাইন বাপ্পা, এহেচানুল হক রুবেল, সবুজ, মানিক, সিবু, তারেকসহ বহু সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযায় ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কালাম আযাদ।
(হাছান কুতুবী, ২৭-জানুয়ারী)

Tuesday, January 20, 2015

কুতুবদিয়া শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত

কুতুবদিয়া শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় অনুষ্টিত র‌্যাফেল ড্রতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন চেয়ারম্যান এম.এম.হাছান কুতুবী

Thursday, January 8, 2015

ধূরুং ক্যামব্রিয়ান স্কুলের শিক্ষা কার্যক্রম উদ্বোধন by হাছান কুতুবী

শিক্ষার গুণগতমান পরিবর্তনের ওপেন চ্যালেঞ্জ হিসেবে উপজেলার ধূরুংবাজার সংলগ্ন এক মনোরম পরিবেশে স্থাপিত ‘ধূরুং ক্যামব্রিয়ান স্কুলের’ শিক্ষা কার্যক্রমের শুভ যাত্রা শুরু করেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজদৌল্লাহর সভাপতিত্বে বুধবার এক বর্নাঢ্য উদ্বোধনী অনুষ্টানে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.টি.এম.নুরুল বশর চৌধূরী প্রধান অতিথি ছিলেন। এতে উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জালাল আহমদ, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির হায়দার, দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আল-আযাদ, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাছান কুতুবী, দু’ প্রবীণ শিক্ষক নজরুল ইসলাম, মুহাম্মদ আবু বকরসহ এলাকার সর্বস্তরের গন্যমান্য ব্যক্তি ও অভিভাবকগণ বিশেষ অতিথি ছিলেন। এক লাখ টাকার অনুদান দেয়ার প্রতিশ্রুতি দিয়ে উপযুক্ত শিক্ষক নিয়োগ করে আধুনিক কারিকুলামে শিক্ষা প্রদানের জন্য স্কুল পরিচালকদের পরামর্শ দেন অনুষ্টানের প্রধান অতিথি। স্কুলের অন্যতম প্রতিষ্টাতা পরিচালক মাসুদুল ইসলাম সবুজের সঞ্চালনায় অনুষ্টানে পরিচালক ইনামুল হকসহ অন্যরা বক্তব্য রাখেন।
(হাছান কুতুবী-০৭-জানুয়ারি)

Monday, January 5, 2015

কুতুবদিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন

ইসলামিক ফাউন্ডেশন কুতুবদিয়ায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন করেছে। রবিবার অনুষ্টিত কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালি, আলোচনা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মিলাদ মাহফিল। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মমিনুর রশিদ প্রধান অতিথি, বড়ঘোপ বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী রাজনীতিক আওরঙ্গজেব মাতবর, কুতুবদিয়া প্রেস ক্লাবের সেক্রেটারী সাংবাদিক হাছান কুতুবী, আলহাজ্ব মাওলানা আবদুল মন্নান ও মাষ্টার মুহাম্মদ কাশেম বিশেষ অতিথি ছিলেন। রছুল (দ.) এর প্রকৃত আদর্শ অনুসরণ-অনুকরণের মাধ্যমে অশান্ত দুনিয়ায় জাতি ধর্ম নির্বিশেষে সাম্য ও ভাতৃত্বের বন্ধন সৃষ্টি হতে পারে বলে বক্তাগণ অভিমত ব্যক্ত করেন। এ ছাড়া ইসলামের নাম ভেঙ্গে সৃষ্ট জঙ্গিগোষ্টি নির্মূলে ইমাম সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান প্রধান অতিথি। ইসলামিক ফাউন্ডেশ কুতুবদিয়া রিসোর্স সেন্টারের মডেল কেয়ারটেকার মাওলানা নুরুল ইসলাম ফারুকীর সঞ্চালনায় অনুষ্টিত প্রতিযোগিতায় হাফেজ নোমান প্রথম, মুহাম্মদ ইদ্রিচ দ্বিতীয় ও আবদুল কুদ্দুছ তৃতীয় স্থান অর্জন করে পুরুস্কৃত হন।
(হাছান কুতুবী,৪-জানুয়ারি)

Sunday, January 4, 2015

কুতুবদিয়ায় জাতীয় সমাজসেবা দিবস অনুষ্ঠিত

কুতুবদিয়া উপজেলা সমাজসেবা বিভাগের আয়োজনে শুক্রবার অনুষ্ঠিত জাতীয় সমাজসেবা দিবস-২০১৫ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.টিিএম.নুরুল বশর চৌধূরী প্রধান অতিথির বক্তব্য রাখছেন

Wednesday, December 24, 2014

কুতুবদিয়ায় কাজের মেয়ে খুন! ৯দিন পর লাশ উদ্ধার -ঘাতক গৃহকত্রীসহ ১ সহযোগি গ্রেপ্তার by হাছান কুতুবী

কক্সবাজারের কুতুবদিয়ায় কাজের মেয়ে তহমিনা বেগম প্রকাশ ফেরদৌস (১৫) খুনের ৯দিন পর মঙ্গলবার দুপুর দেড়টায় গর্ত থেকে পলিথিন ও কাঁথা মুড়ানো অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন বলে থানা সূত্রে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমিনুর রশিদ ও থানা ওসি আলতাফ হোছাইনসহ পুলিশ-আনসার ব্যাটিলিয়ন উদ্ধার অভিযানে ছিলেন। ২২ ডিসেম্বর গোপন সূত্রে খবর পেয়ে বড়ঘোপ মগডেইলের গিয়াস উদ্দিনের ঘাতক স্ত্রী নিলুফা আখতার (৪৫) ও তার সহযোগি চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ৮নম্বর ওয়ার্ডের শাহাদত হোছাইনের পুত্র বেলাল উদ্দিন (৩০) কে পুলিশ গ্রেপ্তার করে। ২২ ঘন্টার মধ্যে ঘাতকসহ লাশ উদ্ধারে পুলিশী ভূমিকার ভূয়শী প্রশংসা করেন ইউএনওসহ স্থানীয়রা। ঘাতকদের স্বীকারুক্তি মতে লাশ উদ্ধারে বাড়ীর আশ-পাশে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে দু’দিন ধরে জনতার প্রচন্ড ভীড়সহ আতংক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ঘাতক গৃহকত্রী ১৫ ডিসেম্বর বিকেল ৪টায় ওই কাজের মেয়েকে হত্যা করে রাত ১১টায় বেলাল উদ্দিন ও স্থানীয় কালু মিয়ার পুত্র ছাবের আহমদ (৩৫) এর সহযোগিতায় পাশের ভরাট পুকুরের কোণায় মাটির নীচে চাঁপা দিয়ে রাখে বলে থানা পুলিশ জানিয়েছে। মেয়েটির বাড়ী লেমশীখালী আশা হাজীর পাড়ায় বলে জানা গেলেও তার সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। মেয়েটি ওই বাড়ীতে বিগত ১০/১১ বছর ধরে ঝিয়ের কাজ করছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Tuesday, December 23, 2014

কুতুবদিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান

কুতুবদিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান দেয়া হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.টি.এম.নুরুল বশর চৌধূরী মঙ্গলবার সরেজমিন গিয়ে ৫ হাজার করে ৯ পরিবারকে ৪৫ হাজার টাকার চেক বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমিনুর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জালাল আহমদ, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোবারক হুসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ছৈয়দা মেহেরুন্ নেছা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাছান কুতুবী, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মাতবর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভ্রাত দাশ, ছাত্রলীগের আহবায়ক সেলিম উদ্দিন লিটন, যুবলীগ নেতা শহীদুল ইসলাম লালা, স্থানীয় ইউপি চেয়ারম্যানের পিতা ইব্রাহীম খলিল, সতরুদ্দীন হাই স্কুলের প্রধান শিক্ষক শুক্কুর আলম আজাদ, সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ ইউনুছ, উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন সিকদার, মেম্বার হাবিব উল্লাহ, আবদুর রহমান কালু, উত্তর ধূরুংয়ের সাবেক ইউপি মেম্বার আলী হোছাইনসহ গন্যমান্যরা উপস্থিত ছিলেন। উপজেলা সদর থেকে প্রায় ১৪ কি.মি.দূর্ঘম এলাকা লেমশীখালী পেয়ারাকাটা গ্রামে গত ২০ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় সাবেক মেম্বার আবদুল্লাহ আল-মামুন, শফিউল্লাহ, আজিজ উল্লাহ, জাকের হোছাইন, ইউনুছ, নুর হোছাইন, হুমায়ুন কবির, এনামুল হক ও আনিছুর রহমানের বসতঘর পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতির শিকার হন ১০ পরিবার।

Tuesday, December 16, 2014

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ভোর সাড়ে ছয়টার দিকে তাঁরা স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শ্রদ্ধা জানান। এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানান। এ সময় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দলের পক্ষ থেকে স্মৃতিসৌধের বেদিতে ফুল দেন। এ সময় দলের নেতা-কর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
বিএনপির নেত্রীর শ্রদ্ধা: সকাল সাড়ে নয়টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় দলের নেতা-কর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।

Monday, December 15, 2014

সাংবাদিকদের লেখালেখির ফল- কুতুবদিয়ায় আরো একটি জেনারেটর স্থাপন পিডিবির লাপাত্তা বায়ু বিদ্যুত! by হাছান কুতুবী

দীর্ঘ ১৮ মাস বিদ্যুত সরবরাহ বন্ধ ছিলো কুতুবদিয়ায়। এ নিয়ে স্থানীয় সাংবাদিকদের বহু লেখালেখির পর অবশেষে পিডিবি কর্তৃপক্ষ মাত্র ২০০ কেভিএ শক্তিসম্পন্ন আরো একটি পুরাতন জেনারেটর স্থাপন করেছে। ১২ ডিসেম্বর থেকে উপজেলার অফিস পাড়ায় পরীক্ষামূলকভাবে বিদ্যুত সরবরাহ করছে ওই ইঞ্জিন। এদিকে আট বছর গত হলেও এখনো অন্ধকার থেকে আলোর মূখ দেখাতে পারছেনা স্বপ্নের বায়ু বিদ্যুত। প্যান এশিয়া পাওয়ার সার্ভিসেস্ (বায়ুবিদ্যুত) লিমিটেড ওই প্রকল্পের লুলোপ দৃষ্টি দেখিয়ে সরকার থেকে কোটি কোটি টাকার লোন নিয়ে অন্য ব্যবসায় পূজিঁ বিনিয়োগ করছে বলে সচেতন মহল অভিযোগ করেন। বায়ু বিদ্যুত প্রকল্পটি বিগত ২০০৬ সনে স্থাপনের পর থেকে অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে। ইতোমধ্যে সংস্কারের নামে নাড়াছড়া করে বিদ্যুত সরবরাহের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সর্বশেষ প্রতারণা করেছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। ৫০০ কেভিএ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ক্যামিন্সসহ ৩টি ইঞ্জিন সম্পূর্ণ অকেঝু অবস্থায় পড়ে রয়েছে স্থানীয় বিদ্যুত ভবনে। এ অবস্থায় ‘ডেল’ নামের মাত্র ১৩০ কিলোওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন আরো একটি পুরাতন ইঞ্জিন বসিয়ে কুতুবদিয়াবসীর ‘কাটা ঘাঁতে নুন ছিটা’ দিয়েছে বলে অনেকে ক্ষোভ প্রকাশ করছেন।
বিশেষজ্ঞ মহল জানিয়েছেন, বায়ু, সোলার ও জেনারেটর সিষ্টেমের বিদ্যুত ফাঁকিজুুঁকি, লুকোচুরি আর সরকারী অর্থ লোপাটের ফাঁদ। তাই অতসব বাজে সিষ্টেমে অর্থ ব্যয় না করে বাঁশখালীর ছনুয়া থেকে দ্বীপের উত্তর ধূরুং এলাকা হয়ে (মাত্র এক কি.মিটার কুতুবদিয়া চ্যানেল) সাব ম্যারিন ক্যাবলের সাহায্যে কম খরচে জাতীয় গ্রীডলাইন বিদ্যুতায়ন করলে দেশের সম্পদে পরিণত হতে পারে কুতুবদিয়া। অকেঝু ক্যামিন্স ইঞ্জিন মেরামত (ওভারহলিং) ও লাইন সংস্কার প্রক্রিয়াধীন দাবী করে আগামী এক মাসের মধ্যে বায়ু বিদ্যুত সরবরাহ হবে বলে পুনর্বার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আবাসিক প্রকৌশলী মো.নুরুল আমিন। বহু চেষ্টা করেও লাপাত্তা হয়ে আছেন বায়ু বিদ্যুত কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান।

Tuesday, December 9, 2014

শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্যের জন্য বেগম রোকেয়া সম্মাননা ক্রেস্ট পেলেন ফ্লাইট ল্যা.কায়ামুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মুক্তা by হাছান কুতুবী

কুতুবদিয়ার ফ্লাইট ল্যা. কায়ামুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শম্শের নেওয়াজ মুক্তা ‘‘বেগম রোকেয়া সম্মাননা ক্রেস্ট’’ পেয়েছেন। শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গতকাল ৯ ডিসেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষ্যে এলজিইডি প্রকৌশলী মুহাম্মদ মুহসিনের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্টিত সভার প্রধান অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান ছৈয়দা মেহেরুন্ নেছা শিক্ষিকা মুক্তার হাতে তার সম্মাননা ক্রেস্ট তুলে দেন। মুক্তা চলতি বছর জেলা পর্যায়ে সেরা শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে অনার্সসহ মাস্টার্স ডিগ্রীধারী মুক্তা কুতুবদিয়া কলেজের প্রদর্শক শওকতুল ইসলাম সিকদারের সহধর্মিনী। কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক আক্কাস উদ্দিন মুক্তার বাবা। সাফল্যের জন্য তিনি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছেন।

Sunday, December 7, 2014

কুতুবদিয়ায় বেড়িবাঁধ পরিদর্শনে পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরীর by জেসমিন আখতার

বে-সামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব উপজেলার কৃতি সন্তান খোরশেদ আলম চৌধূরী শনিবার কুতুবদিয়ায় বেড়িবাঁধ পরিদর্শন করেন। স্থানীয়দের সাথে দ্বীপরক্ষা বাঁধের মারাত্মক দৈন্যদশা নিয়ে খোলামেলা কথা বলেন এবং জরুরী আর্থ ওয়ার্কের কাজ ঠিকমতো না করলে বিল পাবেনা বলে জানান তিনি। এ ছাড়া বাঁধ নির্মাণে বরাদ্ধের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে স্থানীয়দের আশ্বস্থ করেন সচিব। উত্তর ধূরুং ও আলী আকবর ডেইল এলাকায় পরিদর্শন কালে ভাইস চেয়ারম্যান হুমায়ুন হায়দার, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল-আযাদ, থানা ওসি আলতাফ হোছাইন, আ.লীগ নেতা আহমদ উল্লাহ মাষ্টার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাছান কুতুবী, পাউবোর তত্বাবধায়ক প্রকৌশলী আজিজ মুহাম্মদ চৌধুরী, উপ-বিভাগীয় প্রকৌশলী তফাজ্জল হোছাইন, মাসুদুর রাব্বী ও ছাত্রলীগ নেতা সেলিম উদ্দিন লিটনসহ বিভিন্ন স্তরের লোকজন এ সময় উপস্থিত ছিলেন।

Wednesday, December 3, 2014

কুতুবদিয়া সমুদ্র সৈকত- প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতোই










আমরা বাংলাদেশের মানুষ হয়েও অনেকে বাংলার সৌন্দর্য উপভোগ করতে পারিনি। হয়তো জেনে , হয়তো না জেনে। হয়তো অবহেলা করে, হয়তো উপেক্ষা করে। কিন্তু আমরা দেশের বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য প্রচুর টাকা খরচ করি। যাই হোক, কুতুবদিয়া একটি দ্বীপ। এটি বাতি ঘরের জন্য বিখ্যাত। এর সমুদ্র সৈকতও দেখার মতোই। >>সামু ব্লগের কুতুবি থেকে

ফিলিস্তিনকে ‘রাষ্ট্রে’র প্রতীকী স্বীকৃতি ফ্রান্সের এমপিদের

প্রতীকী অর্থে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্যরা। দেশটির পার্লামেন্টে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ব্যাপারে একটি প্রতীকী প্রস্তাব পেশ করা হয়। প্রস্তাবটির পক্ষে পড়ে ৩৩৯ ও বিপক্ষে পড়ে ১৫১ ভোট। গত মঙ্গলবার ন্যাশনাল অ্যসেম্বলির ভোটের ফলে এ ইস্যুতে আরও সক্রিয় ভূমিকা নেয়ার ব্যাপারে ফ্রান্সের সরকারের ওপর চাপ বাড়বে। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সিনিয়র নেতা হানান আশরাওয়ি বলেন, ন্যায়বিচার ও মানব মর্যাদার পক্ষে একটি প্রস্তাব উত্থাপন করায় আমরা ফ্রান্সের পার্লামেন্ট সদস্যদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই। প্যারিস অবশ্য অতীতে ফিলিস্তিন ও ইসরাইল ইস্যুতে ‘দুই রাষ্ট্র সমাধানে’র পক্ষে অবস্থান পরিষ্কার করেছে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ব্যাপারেও তাদের পরিকল্পনার কথা জানিয়েছে। এদিকে এ ভোটের ফলে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হবে ইসরাইল। এর আগে বৃটিশ, স্প্যানিশ ও সুইডিশ এমপিরাও একই পথ অবলম্বন করায় ইসরাইল ক্ষোভ প্রকাশ করেছিল।

Sunday, November 30, 2014

বায়ু বিদ্যুতের প্রতারণায় জাতীয় গ্রীড থেকে বঞ্চিত কুতুবদিয়াবাসী- পিডিবি ও বায়ু বিদ্যুত কোম্পানীর রশিটানাটানি by হাছান কুতুবী

বিদ্যুত সমস্যা কুতুবদিয়ার মানুষকে আর কতকাল ভোগাবে বিধাতাই জানেন। যতসব আশ্বাস সবই যেন গুড়েবালি। বিদ্যুতের আশা কুতুবদিয়াবাসীর যেন আজন্মই হতাশা। বায়ু, সোলার ও জেনারেটর সিষ্টেম সবই ফাঁকিযুকি ও সরকারী অর্থ লোপাটের ফাঁদ। বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি), বে-সরকারী দু’টি কোম্পানী প্যান এশিয়া পাওয়ার সার্ভিসেস্ (বায়ুবিদ্যুত) লিমিটেড ও গ্রীণ হাউজিং এন্ড এনার্জি (মিনিগ্রীড পাওয়ার) লিমিটেড গত অক্টোবরের প্রথম সপ্তাহে বিদ্যুত সরবরাহের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যার সুবিধা সে-ই নিলো। তাদের প্রতারণাকে কেন্দ্র করে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে দ্বীপজুড়ে। বিগত ২০০৬ সনে উপজেলায় বায়ু বিদ্যুত স্থাপন হলেও পিডিবির চরম অসহযোগীতার কারণে আলোরমুখ দেখছেনা বলে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান সাংবাদিকদের অভিযোগ করেন। সমন্বয় ছাড়া নি¤œমানের মালামাল ব্যবহার করায় বায়ু বিদ্যুতের নিশ্চয়তা নিতে পারছেনা বলে জানিয়েছেন পিডিবি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। আবারো ২০০ কিলোওয়াট শক্তিসম্পন্ন একটি জেনারেটর স্থাপনের কথা জানান তিনি। সবক’টি বিদ্যুত কেন্দ্রে সরেজমিনে গেলে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।
৫০টি টারবাইন, ১০টি ইনভেটরের সাহায্যে দেড় হাজার কিলোওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন উইং ব্যাটারী চালিত বায়ু বিদ্যুত প্যান এশিয়া পাওয়ার সার্ভিসেস লিমিটেড ও ১শ’ কিলোওয়াট মিনিগ্রীড পাওয়ার ষ্টেশন সোলার চালিত গ্রীণ হাউজিং এন্ড এনার্জি লিমিটেড বিদ্যুতের কাজ করছে। বিদ্যুত খাতে কোটি কোটি টাকা ব্যয় করলেও অনিয়ম, অব্যবস্থপনা ও দুর্নীতির কারণে বিদ্যুতের সুফল পাচ্ছেনা কুতুবদিয়ার পৌনে দু’লাখ মানুষ। শুধু বিদ্যুত সমস্যার কারণে যুগের পর যুগ অন্ধকারে থাকায় উন্নয়নে মারাত্মক পিছিয়ে রয়েছে সম্ভাবনাময় দ্বীপটি। বায়ু, সোলার ও জেনারেটর সিষ্টেম ‘মরার ওপর খাঁড়ার ঘাঁ’ হয়ে জাতীয় গ্রীডলাইনের বিদ্যুত সুবিধা থেকে বঞ্চিত করছে দ্বীপবাসীকে।