কুতুবদিয়ায় জসিম উদ্দীন হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা by হাছান কুতুবী

দক্ষ জনগোষ্টি সৃষ্টি না হলে প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে ঠিকে থাকা সম্ভব হবেনা। এ জন্য নিয়মিত পড়ালেখার প্রতি অধিক মনযোগী হওয়ার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের উদাত্ত আহবান জানিয়েছেন কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ.টি.এম.নুরুল বশর চৌধূরী। কবি জসিম উদ্দীন হাই স্কুলের ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-দোয়া মাহফিল, কৃতি শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণ ও নবাগতদের বরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিদ্যালয়ের সফল প্রধান শিক্ষক আনিচুর রহমানের সভাপতিত্বে শনিবার অনুষ্টিত সভায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুচ ছাফা, সরকারী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল হক, কুতুবদিয়া হাই স্কুলের প্রবীণ প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন (ভা.প্রা.), সতরুদ্দীন হাইস্কুলের প্রধান শিক্ষক শুক্কু আলম আযাদ, লেমশীখালী হাইস্কুলের প্রধান শিক্ষক আবু ইউছুফ, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাছান কুতুবী, কুতুবদিয়া হাই স্কুল পরিচালনা কমিটির প্রভাবশালী সদস্য হাজী রেজা খাঁন, প্রবীণ শিক্ষক সিরাজুল ইসলাম মধু, মুক্তিযোদ্ধা পুলিন বিহারী শীল, হাজী আখতার কামাল, আবদুল খালেক, মাষ্টার আবু ছৈয়দ, মাষ্টার আমীর উদ্দিন কুতুবী, মাষ্টার মোস্তাক আহমদসহ বহু গন্যমান্য ব্যক্তি ও অভিভাবকগণ বিশেষ অতিথি ছিলেন। বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্টিত সভায় মাষ্টার মোশারফ হোছাইনসহ বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা এতে বক্তব্য রাখেন।
(৩১-জানুয়ারী)