কুতুবদিয়ায় কুতুব শরীফ দরবারে ভয়াবহ আগুন : জেলা প্রশাসকের পরিদর্শন by হাছান কুতুবী

কুতুবদিয়ায় হযরত মালেকশাহ্ (রাহ.) কুতুব শরীফ দরবারে এক ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। পাশের বাড়ীর সৌরবিদ্যুতের শর্ট সার্কিট থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টায় সৃষ্ট অগ্নিকান্ডে টিনসেট বিশাল ৭টি বসতবাড়ী, দরবারের অন্দর মহলের মহিলা মেহমানখানা, এবাদতখানা, খাবারের ঘর ও ২টি মহিলা দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। রাত ১২টা পর্যন্ত আগুণ জ্বলতে থাকে। এতে নগদ সাড়ে ৫৭ লাখ টাকা, ২০ভরি স্বর্ণালঙ্কার, দোকান ও বসতবাড়ীর সম্পূর্ণ মালামালসহ অন্তত: ৩ কোটির অধিক ক্ষয়-ক্ষতির শিকার বলে দরবার পরিচালক শাহজাদা শেখ ফরিদ (মা.জি.আ.) জানিয়েছেন। তাৎক্ষণিক উপজেলা প্রশাসন, স্থানীয় ও দ্বীপের প্রত্যন্ত এলাকার হাজার-হাজার মানুষের আপ্রাণ প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বাবাজান কেবলার মাজার, শাহজাদা বৃন্দের বসতবাড়ী, অন্যান্য ভবন, আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারি অনুষ্টিতব্য ১৫তম বার্ষিক ফাতিহা ও র্ওস’র জন্য নির্মিত বিশাল অস্থায়ী স্থাপনা অক্ষত রয়েছে বলে তিনি জানান। ক্ষতিগ্রস্ত হযরত মালেকশাহ্ (রাহ.)’র ভাতিজাগণ হলেন নুরুল আমিন সওদাগর, আবু তাহের সওদাগর, সামসুল আলম, রুহুল আমিন, নুর মোহাম্মদ, নাছির উদ্দিন, জহির উদ্দিন, জসিম উদ্দিন, মাঈনুদ্দিন, কলিম উদ্দিন, আবদুর রহমানসহ ২ মহিলা দোকানী আনছু ও মুকারমা বেগম। এখানে রুহুল আমিনের নগদ ৫০ লাখ ও আবু তাহের ২ লাখ টাকা পুড়ে যাওয়ায় তাদেরকে নির্বাক দেখা গেছে। জেলা প্রশাসক মো.রুহুল আমিন শুক্রবার সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নেন এবং জরুরী পুনর্বাসনের আশ্বাস দেন। এ সময় উপজেলা চেয়ারম্যান এ.টি.এম.নুরুল বশর চৌধূরী, ইউএনও মমিনুর রশিদ, দরবার পরিচালক হযরত শাহজাদা শেখ ফরিদ (মা.জি.আ.) এন্তেজামিয়া কমিটির মহা-সচিব আলহাজ্ব হুমায়ুন কবির বাবুল, থানা ওসি এ.এস.থোয়াই, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির হায়দার, কুতুবদিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী, সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ইদ্রিচ খোন্দকার খোকন, আ.লীগ নেতা সাইফুল আলম, সাংবাদিক আরিফুল ইসলাম, সমাজসেবক জিয়াউল করিম ঝন্টু, দরবারের অফিস ইনচার্জ জাহেদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। অগ্নিকান্ডের ঘটনায় অনুষ্টিতব্য বার্ষিক ফাতেহায় কোন প্রভাব পড়বেনা বলে জানিয়েছেন এন্তেজামিয়া কমিটির মহা-সচিব আলহাজ্ব হুমায়ুন কবির বাবুল। এদিকে স্থানীয় দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল-আযাদ ক্ষতিগ্রস্তদের মাঝে ৬শ কেজি চাল, ৩০পিচ কম্বল, ২০পিচ তেরপাল, ২০পিচ পানির কন্টেইনার ও ২০পিচ মাদুরাসহ শুকনো খাদ্য বিতরণ করেছেন। এ সময় ভাইস চেয়ারম্যান, লেমশীখালী হাই স্কুলের প্রধান শিক্ষক আবু ইউছুফ, ইউপি মেম্বার হুমায়ুন কবির বাদশাহ, মোরশেদুল আলম সিকদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
(১৩-ফেব্রুয়ারি)